ত্রিপুরা সফর জুড়ে কুণাল ঘোষের উপর নজরদারি চালানো হয়েছে। তিনি যেখানেই গিয়েছেন বাইক নিয়ে তাঁর গাড়ির পিছু নেওয়া হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূলের মুখপাত্র।
শনিবার কুণাল ঘোষ একটি ভিডিও ট্যুইট করেন। যেখানে দেখা যাচ্ছে, তাঁর গাড়িকে অনুসরণ করে একটি বাইক আসছে। তাঁর দাবি, গোটা ত্রিপুরা সফর জুড়ে ‘বাইক বাহিনী’ তাঁকে অনুসরণ করে গিয়েছে। অনুসরণকারীরা তৃণমূল নেতার গতিবিধিও কাউকে জানাচ্ছেন বলে ট্যুইটে জানান কুণাল। তাঁর অভিযোগ, ত্রিপুরার গ্রামে গ্রামে বাইক বাহীন তান্ডব চালাচ্ছে।
তারপরেই তিনি বিজেপিকে কটাক্ষ করে ধন্যবাদও দেন। বলেন, পেছনে এত সময় দেওয়ার জন্য ছেলেগুলোকে কত কষ্ট করতে হলো। আহা রে। ধন্যবাদ বিজেপি। তিনি যে ত্রিপুরায় আবার আসবেন তাও জানান।
ত্রিপুরায় যতক্ষণ ছিলাম, যেখানেই যাই, একটু দূরত্ব রেখে অনুসরণ করে গেল বাইকবাহিনী। ওখানে গ্রামে তাণ্ডবের কথা শুনেছি। শহরেও নজরদারি। পিছনে থাকছে। ফোনে জানাচ্ছে কাউকে।
আমার পেছনে এত সময় দেওয়ার জন্য ছেলেগুলির কত কষ্ট হল। আহা রে!
ধন্যবাদ বিজেপি।
আবার যাব। pic.twitter.com/avXYaz0C7a— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 7, 2021
২০২৩ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। ত্রিপুরা জয়ের লক্ষ্যে ঝাঁপিয়েছে ঘাসফুল শিবির। কয়েকদিন আগেই সেখানে যান অভিষেক ব্যানার্জি। তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী ত্রিপুরা সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার সেখানে যান কুণাল ঘোষ।
ত্রিপুরা সফরে গিয়ে একাধিক বাম নেতা, সংগঠনের সঙ্গে কথা বলেছেন। এমনকী বিজেপিকে রুখতে ত্রিপুরার বাম সমর্থকদের তৃণমূলকে সমর্থন করার কথাও বলেন। যে নিয়ে ইতিমধ্যেই হৈচৈ শুরু হয়েছে।
Comments are closed.