বিশ্বকাপে নেদারল্যান্ডকে পরাস্ত করে সেমিফাইনালে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ চলাকালীন কিছু অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকলো গোটা বিশ্ব। গোটা ম্যাচ জুড়ে টান্টান উত্তেজনা দেখা যায়। একদিকে যেমন এই ম্যাচে ১৫টি কার্ড দেখিয়েছেন রেফারি। এর মধ্যে আট’টি হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। নেদারল্যান্ডসের ফুটবলাররা দেখেছেন ছ’টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড। অন্যদিকে দুই দলের ফুটবলাররা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ফুটবল ম্যাচ হয়ে ওঠে রণক্ষেত্র।
MI 5, LEANDRO PAREDES😍 pic.twitter.com/D1FLYvaZLS
— matii (@maativillaaa) December 9, 2022
স্টপেজ টাইমের ঠিক আগে আর্জেন্তিনার ডিফেন্ডার লিয়েন্দ্রো পেরেদেস পরপর দুটো ট্যাকল করেছিলেন। নেদারল্যান্ডসের নাথান একেকে স্লাইড ট্যাকল করেন আর্জেন্তিনার লিয়েন্দ্রো পেরেদেস। সাইডলাইনের ধারে সেই ট্যাকেলের পর পেরেদেস বলকে লাথি দিয়ে এগিয়ে দেন নেদারল্যান্ডস ডাগ-আউটের দিকে। নেদারল্যান্ডের ফুটবলাররা পালটা তেড়ে আসেন। কয়েক সেকেন্ডের মধ্যেই নেদারল্যান্ড রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা পেরেদেসকে ঘিরে ফেলেন।
নেদারল্যান্ডের অধিনায়ক ভ্যান ডিক পেরেদেসকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বারবার বাঁশি বাজাতে থাকেন রেফারি। এই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ট্যাকলের জন্য পেরেদেসকে হলুদ কার্ড দেখানো হয়। হলুদ কার্ড দেখেন ডাচ অধিনায়ক ভ্যান ডিকও। ম্যাচের শেষেও এই ঘটনার রেশ দেখতে পাওয়া যায়।
Comments are closed.