মাদ্রাজ হাই কোর্টের ‘খুনের মামলা’ পর্যবেক্ষণে আপত্তি কমিশনের
শুক্রবার এ ব্যাপারে ফের শুনানি হবে মাদ্রাজ হাই কোর্টে
বিচারপতিদের মৌখিক পর্যবেক্ষণ যেন সংবাদমাধ্যমের রিপোর্টিংয়ে স্থান না পায় তা নিশ্চিত করার আবেদন জানাল নির্বাচন কমিশন। মাদ্রাজ হাই কোর্টকে এই আবেদন করল কমিশন। প্রসঙ্গত কদিন আগে এই মাদ্রাজ হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য একক ভাবে কমিশনকে দায়ী বলে জানায়। এজন্য কমিশনের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব ব্যানার্জি।
মাদ্রাজ হাইকোর্টে পুরনো পর্যবেক্ষণে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশন বলে, এ ব্যাপারে সংবাদমাধ্যমে যে সব খবর প্রকাশিত হয়েছে তা একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা হিসাবে নির্বাচন কমিশনের ভাবমূর্তিকে আঘাত করেছে। এরই সঙ্গে বলে, আদালতের পর্যবেক্ষণের সময় বিচারপতিদের মৌখিক বক্তব্য সংবাদমাধ্যমের রিপোর্টে আসা উচিত নয়।
পাশাপাশি কমিশনের দাবি, দেশে দ্বিতীয় ঢেউয়ের জন্য রাজনীতিক দলগুলি দায়ী, কমিশন নয়। শুক্রবার এ ব্যাপারে ফের শুনানি হবে মাদ্রাজ হাই কোর্টে।
গত সোমবার মাদ্রাজ হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে জানিয়েছিল, দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জন্য নির্বাচন কমিশন এককভাবে দায়ী। আর তাই কমিশনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা উচিত।
এদিন মাদ্রাজ হাইকোর্টের শুনানির পর কমিশনকে ভর্ৎসনার খবর দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। যা নিয়ে আপত্তি জানাল নির্বাচন কমিশন।
Comments are closed.