পিএসজি মানেই মেসি-নেমার-এমবাপে। ফরাসি ক্লাবটির তিন তারকা। যে ত্রয়ীকে নিয়ে সবসময়ই আতঙ্কে থাকে বিপক্ষের ডিফেন্ডাররা। কিন্তু একই ক্লাবের হয়ে খেললেও এমবাপে নাকি মাঠের বাইরে লিওনেল মেসি কিংবা নেমার জুনিয়রের সঙ্গে কথাই বলেন না। সম্প্রতি এমনই বিস্ফোরক দাবি করেছে এক সংবাদমাধ্যম।
দক্ষিণ আমেরিকার ওই সংবাদমাধ্যমের আরও দাবি, শুধু মেসি নেমার নয়, এমবাপের সঙ্গে পিএসজির আরও দুই খেলোয়াড়েরও কথাবার্তা বন্ধ রয়েছে। বাকি দু’জনের মধ্যে একজন হলেন ফ্রান্সেরই ফুটবলার প্রেসনেল কিমপেমবার এবং ইটালির মার্কো ভেরাত্তি। এরমধ্যে প্রেনেলের সঙ্গে নাকি পরিচয়ই নেই এমবাপের। অন্যদিকে ইতালির ভেরাত্তির সঙ্গে নাকি এমপের রেষারেষি রয়েছে। ওই সংবাদমাধ্যমের দাবি, এমবাপে পিএসজি-তে আসার আগে যাবতীয় তারকা সুলভ সুযোগ সুবিধা পেতেন ভেরাত্তি। এমবাপে আসায় তাঁর ‘আদর যত্নে’ কিছুটা কম করছে ক্লাব কর্তৃপক্ষ।
যদিও মেসি নেমারদের সঙ্গে এমবাপের সম্পর্কের রসায়ন নিয়ে এর আগেও নানান জল্পনা হয়েছে। বিশ্বকাপ মিটতেই নাকি এমবাপে পিএসজিকে শর্ত দিয়েছিল তাঁকে রাখতে হলে নেমারকে ছাড়তে হবে। দুই তারকা ফুটবলারের এই ঠান্ডা লড়াই নাকি দীর্ঘ দিনের। এদিকে বিশ্বকাপের ফাইনাল পর্বের পর মেসি এমবাপেকে নিয়েও একাধিক চর্চা শোনা গিয়েছে। বিশেষ করে বিশ্বকাপ জেতার পর আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ যেভাবে এমবাপেকে মন্তব্য করেছে তাতে করে নাকি বিষয়টা আরও জটিল হয়েছিল।
যদিও লিওনেল মেসি বা কিলিয়ান এমবাপে দু’জনেই দাবি করে এসেছেন তাঁদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। বিশ্বকাপের ফাইনালের সেই রুদ্ধশ্বাস ম্যাচের পরে পরেই নাকি দু’জনের মধ্যে ম্যাচ নিয়ে কথা হয়েছে।
Comments are closed.