বিতর্ক আর তিনি যেন হাত ধরাধরি করে চলেন। দেশের হয়ে বিশ্বকাপ এনেছেন, গোল্ডেন গ্লাভস জয়ী হয়েছেন আবার ফিফার বর্ষসেরার তকমাও জুটিয়েছেন। আর এই প্রতি পর্যায়েই সাফল্যের সঙ্গে সঙ্গী হয়েছে বিতর্ক। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবার যা করলেন, তার জন্য ফের একবার ফুটবল বিশ্বের মন জয় করে নিয়েছেন মেসিদের ডিবু।
বিশ্বকাপের ফাইনালে যে গ্লাভস পরে খেলেছিলেন। যেই গ্লাভস পরে ট্রাইবেকারে দুরন্ত সেভ করে দেশের জন্য সোনার ট্রফি এনে দিয়েছিলেন। এবার সেই গ্লাভসটাই নিলামে তুললেন মার্টিনেজ। শুক্রবার গ্লাভস জোড়া নিলাম করে মার্টিনেজ পেয়েছিলেন প্রায় ৪৫ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যা হয় ৪০ লক্ষ টাকার মতো। আর এই পুরো টাকাটাই ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসায় খরচ করার সিদ্ধান্ত নিয়েছেন এমি।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিজের দেশ অর্থাৎ আর্জেন্টিনার গ্রারহান হাসপাতালের ক্যানসার ওয়ার্ডকে নিলামে পাওয়া সমস্ত অর্থ দান করেছেন মার্টিনেজ। মার্টিনেজ জানান, বিশ্বকাপের সামগ্রী নিলামের এই সুযোগটা পাওয়ায় তিনি আর হাত ছাড়া করতে চাননি। বলেন, শিশুরাই দেশের ভবিষৎ। দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই তিনি এই সামান্য প্রচেষ্টা করেছেন।
Comments are closed.