অধিকাংশ EXIT POLL মমতার ক্ষমতা ধরে রাখার ইঙ্গিত তবে লড়াই হাড্ডাহাড্ডি

বৃহস্পতিবার প্রায় সবকটি সংবাদমাধ্যমে Exit Poll প্রকাশিত হয়েছে

একুশের হাইভোল্টেজ নির্বাচনের ফলাফল ২ মে রবিবার। তার আগে বৃহস্পতিবার প্রায় সবকটি সংবাদমাধ্যমে Exit Poll প্রকাশিত হয়েছে। আসুন দেখে নেওয়া যাক কী বলছে সমীক্ষা?

ABP Ananda, C Voter সমীক্ষা অনুযায়ী শাসকদল তৃণমূল পাচ্ছে ১৫২-১৬৪ টি আসন। ২৯৪ টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে প্রয়োজন ১৪৮ টি আসন। বিজেপির ঝুলিতে থাকছে ১০৯ থেকে ১২১টি আসন। সংযুক্তমোর্চা ১৪-২৫ টি আসন পেতে পারে এবিপি আনন্দের সি ভোটারের সমীক্ষা অনুযায়ী।

Times Now, C Voter সমীক্ষাতেও এগিয়ে ঘাসফুল শিবির। পাচ্ছে ১৫৮টি আসন। অন্যদিকে গেরুয়া শিবির ১১৫টি আসন এবং সংযুক্ত মোর্চা ১৫টি আসন।

Republic-CNX সমীক্ষা অনুযায়ী, তৃণমূলের ঝুলিতে থাকছে ১৩৮-১৪৮ টি আসন। বিজেপি তৃণমূলের থেকে ১০টি আসনে পিছিয়ে। তারা পাচ্ছে ১২৮ থেকে ১৩৮ টি আসন। আর সংযুক্তমোর্চা ১১থেকে ২১ টি সিট পাচ্ছে।

NDTV ‘র বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী তৃণমূল একক ক্ষমতায় বাংলায় সরকার গড়ার পথে। তারা পাচ্ছে ১৪৮ টি আসন। বিজেপি জয়লাভ করছে ১৩১ টি আসনে এবং সংযুক্ত মোর্চা ১৫ টিতে।

India Today-Axis সমীক্ষা অনুযায়ী নবান্ন দখলের লড়াইতে এগিয়ে গেরুয়া শিবির। তারা পাচ্ছে ১৩৪ থেকে ১৬০টি আসন। তৃণমূল সেখানে পাচ্ছে ১৩০থেকে ১৫৬ টি। সংযুক্তমোর্চা ৩টি।

Today’s Chanakya সমীক্ষা অনুযায়ী, তৃণমূল বিরাট ব্যবধানে বিজেপির থেকে এগিয়ে। তৃণমূল পাচ্ছে ১৮০টি থেকে ১৯১ টি আসন। বিজেপি ১০৮ থেকে ১১৯ টি আসন। এবং সংযুক্তমোর্চার দখলে ৪-৮টি আসন।

India Today-Axis এর সমীক্ষা বাদ দিলে সবকটি সমীক্ষা অনুযায়ী সরকার গড়ার পথে প্রধান প্রতিপক্ষ বিজেপির থেকে এগিয়ে তৃণমূল। তবে লড়াই হাড্ডাহাড্ডি। এখন অপেক্ষা ২ মের।

Comments are closed.