এসএসসি, সুপ্রিম কোর্টের রায় মেনে ৩১ মে’র মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, জানালেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতি মে মাসের ৩১ তারিখের মধ্যেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। মঙ্গলবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ মে এসএসসিতে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
পাশাপাশি রাজ্য নজর রাখবে রিভিউ পিটিশনের দিকেও।
এদিন মুখ‍্যমন্ত্রী বলেন, প্রথমেই শিক্ষকদের বলব, সরকার এটা করতে বাধ্য হচ্ছে। আমরা চাই সকলে চাকরি ফিরে পান। যেহেতু শীর্ষ আদালতের অর্ডার রয়েছে তাই ৩১ মে-র মধ্যে বিজ্ঞপ্তি জারি করতেই হবে।
রাজ্যের তরফে করা রিভিউয়ে অন্য কিছু হতে পারে বলে মনে করেছিল রাজ্য। কিন্তু এখনও রিভিউ পিটিশন পেন্ডিং। অথচ ৩১ মে-র মধ্যে নোটিফিকেশনও করতে হবে। সেই কারণেই ৩০ মে বিজ্ঞাপন দেওয়া হবে।
পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, গরমের ছুটির পর আদালত খুললে রিভিউ নিয়ে ফের আলোচনা হবে। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আগে যে নির্দেশ দিয়েছেন, তা মানা না হলে সমস্যা হতে পারে। যদি কখনও তিনি বলে দেন যে, নির্দেশ মানা হয়নি বলে সবটাই বাতিল করা হল। এই পরিস্থিতি তৈরি হোক এটা সরকার চায় না।

Comments are closed.