কাতার বিশ্বকাপে ফুটবল দুনিয়ার নজর করেছিল আর্জেন্টিনার গোল রক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কোয়ার্টার ফাইনাল এবং ফাইনালে মার্টিনেজ পেনাল্টি সেভ না করলে বিশ্বকাপ অধরাই থেকে যেত আর্জেন্টিনার। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস পেয়েছেন মার্টিনেজ। কিন্তু পেনাল্টির সময় বিশেষ করে ফাইনালে মার্টিনেজের ‘মাইন্ড গেম’ নিয়ে ফুটবল দুনিয়ায় বিস্তর চর্চা হয়েছে। অনেক ফুটবল বিশেষজ্ঞই অভিযোগ করেছে, মার্টিনেজ পেনাল্টি সুট আউটের সময়ে এমন কিছু করেছেন যাতে বিপক্ষের খেলোয়ারের মনযোগ নষ্ট হয়েছে। আর এবার সেই বিতর্কের কারণেই আরও সাবধানী হচ্ছে ফিফা। জানা গিয়েছে, পেনাল্টি শুটে বেশ কিছু নিয়মের বদল আনতে চলছে ফুটবল নিয়ামক সংস্থা।
সংবাদ সংস্থার খবর অনুযায়ী, নতুন নিয়ম গোলরক্ষকদের জন্য আরও কড়াকড়ি হতে চলেছে। জানা গিয়েছে, নতুন নিয়মে পেনাল্টি শটের আগে গোলরক্ষকদের নড়াচড়ার ওপরে বেশ কিছু নিয়ন্ত্রণ আনা হচ্ছে। স্ট্রাইকারদের বিরক্ত করা বা শটের আগে বেশি সময়ও নেওয়া যাবে না।
উল্লেখ্য, বিশ্বকাপ ফাইনালে দেখা যায়, ফ্রান্সের খেলোয়াড় কম্যানের পেনাল্টির আগে মার্টিনেজ বার বার রেফারিকে বলেন বল ঠিকঠাক জায়গায় বসান হয়েছে কিনা তা দেখতে। এরপর রেফারি যখন বল পজিশন দেখতে যায়, মার্টিনেজকে দেখা যায় কোম্যানকে কিছু বলতে। এরপর কোম্যান পেনাল্টি মারলে তা সেভ করেন মার্টিনেজ। পুরো পেনাল্টি চলাকালীন মার্টিনেজ কার্যত বক্সে দাপিয়ে বেড়ায়। আর একাংশের অভিযোগে মার্টিনেজের এই আচরণেই বিপক্ষের খেলোয়াড়দের মনোসংযোগে ব্যঘায় ঘটেছে। যেখান থেকেই এই নিয়ম বদলের পরিকল্পনার সূচনা বলে খবর।
Comments are closed.