দেশবাসীর একটি বড় অংশ ব্যাঙ্কের পাশাপাশি সঞ্চয়ের জন্য পোস্ট অফিসেও টাকা রাখেন। এমন অনেক পরিবার রয়েছে পোস্ট অফিসের সুদের টাকায় যাদের সংসার চলে। নতুন বছরেই শুরুতেই পোস্ট অফিসের একগুচ্ছ স্কিমে সুদের হার বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্র। অর্থ মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, মোট তিনটি স্কিমের ওপরে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকরা নতুন বছরের প্রথম দিন থেকেই এই বর্ধিত হারে সুদ পাবে।
অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনএসসি, পোস্ট অফিস টার্ম ডিপোজিট এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার বাড়বে। জানা গিয়েছে, ন্যাশনাল সেভিংস স্কিম বা এনএসসি স্কিমে এবার থেকে ৭% হারে সুদ পাওয়া যাবে। আগে যেখানে ৬.৮% সুদ পাওয়া যেত।
একইভাবে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ থাকলে ৮% হারে সুদ দেওয়া হবে। আগে এই স্কিমে ৭.৬ শতাংশ হারে সুদ দেওয়া হত। এছাড়া মাসিক আয় প্রকল্পেও প্রায় ১% সুদ বাড়ানো হয়েছে। আগে সুদের হার ৬.১% ছিল এখন তা বেড়ে ৭.১ হয়েছে।
বেশ কয়েকটি স্কিমে সুদের হার বাড়লেও পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে সুদের হার একই থাকছে। তা বাড়ানো হয়নি। প্রসঙ্গত, আগে ব্যাঙ্কের পাশাপাশি পোস্ট অফিসেও সুদের হার কমিয়ে দেওয়া হয়েছিল। তবে কেন্দ্রের নতুন ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ।
Comments are closed.