ফেক নিউজ পোস্ট করে উত্তেজনা ছড়ানোর অভিযোগে শুভেন্দু, অগ্নিমিত্রা, কৈলাসের বিরুদ্ধে FIR

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোষ্ট করায় FIR দায়ের হল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। অভিযোগপত্রে নাম রয়েছে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল ও বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র।

ভোটের ফলের পরেই তৃণমূল রাজ্যে সন্ত্রাস ছড়াচ্ছে অভিযোগ করে একাধিক ঘটনার ছবি তুলে ধরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ কৈলাস বিজয়বর্গীয়রা। পরবর্তীকালে জানা যায় ওইসব ভিডিও ফেক। সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ বা কারা এই ভুয়ো ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছিল বলে পুলিশ তদন্তে খুঁজে পায়। রাজ্য ও কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় সেই ফেক ছবি তুলে ধরে। ফেক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ২১ জন। ধৃতদের বেশিরভাগই বিজেপি সমর্থক।

রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রককে ৫০টি অত্যন্ত সংবেদনশীল পোষ্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বাংলায় ভোট পরবর্তী হিংসার ১৫০ টি ভুয়ো পোষ্ট মুছে ফেলছে ফেসবুক, টুইটার সহ একাধিক সোশ্যাল মিডিয়া।

রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা এই ধরণের পোষ্ট চিহ্নিত করে এখনও পর্যন্ত ৩৪টি মামলা দায়ের করেছে। যদিও একে গুরুত্ব দিচ্ছে না বিজেপি। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যের পরামর্শ, এইসব দিকে মন না দিয়ে মুখ্যমন্ত্রীর নিজের দলীয় কর্মীদের নিয়ন্ত্রণে আনা উচিত।

Comments are closed.