মুর্শিদাবাদে কংগ্রেসে বড়সড় ভাঙ্গন। হাত শিবিরের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন টানা পাঁচ বারের বিধায়ক তথা দলের সম্পাদক মইনুল হক। জল্পনা আগামী ২৪ সেপ্টেম্বর জঙ্গিপুরে অভিষেক ব্যানার্জির সভায় তৃণমূলে যোগ দিতে পারেন তিনি।
গত ২১ জুলাই কংগ্রেস ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন মইনুল। মঙ্গলবার দল নেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে জাতীয় কংগ্রেসের সম্পাদকের পদ ছাড়েন তিনি। ১৯৯৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা পাঁচবার ফারাক্কা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জিতে এসেছেন মইনুল। এহেন বর্ষীয়ান বিধায়ক একুশের নির্বাচনে ফারাক্কা কেন্দ্রে তৃতীয় স্থান পান। সূত্রের খবর, তারপর থেকেই কংগ্রেস ছাড়া নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছিলেন তিনি। জানা গিয়েছে, সোমবার রাতে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন মইনুল। তারপরেই মঙ্গলবার ইস্তফা দেন কংগ্রেস থেকে। ফারাক্কার বিধায়কের পাশাপাশি ঝাড়খণ্ড এবং জম্মু কাশ্মীরের পর্যবেক্ষকও ছিলেন তিনি।
৩০ সেপ্টেম্বর জঙ্গিপুর কেন্দ্রে নির্বাচন। তার আগে ২৪ সেপ্টেম্বর সেখানে ভোট প্রচারে যাবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। অভিষেকের সভাতেই মইনুল হকের তৃণমূলে যোগ দেওয়ার সম্ভবনা প্রবল।
নিজের গড়ে ভাঙ্গন নিয়ে এদিন অধীর চৌধুরীর শাসক দলকেই কটাক্ষ করেন। বলেন, তৃণমূল দলটাই তো কংগ্রেসেকে ভেঙে হয়েছে। তৃণমূলকে দেখলে পুরোনো কংগ্রেসের কথা মনে পড়ে। যাঁরা দল ছাড়ছেন তাঁদের দোষ দিয়ে লাভ নেই।
Comments are closed.