চলে গেলেন স্বাধীন ভারতের প্রথম স্পোর্টস সুপার স্টার মিলখা সিংহ। করোনা পরবর্তী সমস্যায় ভুগছিলেন উড়ন্ত শিখ। ভর্তি ছিলেন চণ্ডীগড়ের একটি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৯১ বছর।
মিলখা সিংহের প্রয়াণে দেশের ক্রীড়া মহলে শোকের ছায়া। শোক ব্যক্ত করে ট্যুইট করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
In the passing away of Shri Milkha Singh Ji, we have lost a colossal sportsperson, who captured the nation’s imagination and had a special place in the hearts of countless Indians. His inspiring personality endeared himself to millions. Anguished by his passing away. pic.twitter.com/h99RNbXI28
— Narendra Modi (@narendramodi) June 18, 2021
India mourns the sad demise of legendary sprinter Shri Milkha Singh Ji, The Flying Sikh. He has left an indelible mark on world athletics. Nation will always remember him as one of the brightest stars of Indian sports. My deepest condolences to his family and countless followers. pic.twitter.com/HsHMXYHypx
— Amit Shah (@AmitShah) June 18, 2021
শোক জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
Saddened to hear about the demise of Shri Milkha Singh Ji. A legendary sportsman, he will be dearly remembered.
My sincere condolences to his family, loved ones and fans across the world.
— Mamata Banerjee (@MamataOfficial) June 18, 2021
গত ১৩ জুন মৃত্যু হয় মিলখা সিংহের স্ত্রীর। তাঁর কোভিড নিউমোনিয়া হয়েছিল।
এশিয়ান গেমসে ৪ বার স্বর্ণ পদক পেয়েছেন উড়ন্ত শিখ। ১৯৫৮ সালে কমনওয়েলথ গেমসে চ্যাম্পিয়ন এবং ১৯৬০ সালের রোম অলিম্পিকসে ৪০০ মিটার ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেছিলেন মিলখা সিংহ। প্রায় ৪ দশক অটুট ছিল মিলখার সেই রেকর্ড।
Comments are closed.