প্রয়াত মিলখা সিংহ, শোক প্রকাশ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

চলে গেলেন স্বাধীন ভারতের প্রথম স্পোর্টস সুপার স্টার মিলখা সিংহ। করোনা পরবর্তী সমস্যায় ভুগছিলেন উড়ন্ত শিখ। ভর্তি ছিলেন চণ্ডীগড়ের একটি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৯১ বছর। 

মিলখা সিংহের প্রয়াণে দেশের ক্রীড়া মহলে শোকের ছায়া। শোক ব্যক্ত করে ট্যুইট করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

শোক জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। 

গত ১৩ জুন মৃত্যু হয় মিলখা সিংহের স্ত্রীর। তাঁর কোভিড নিউমোনিয়া হয়েছিল।

এশিয়ান গেমসে ৪ বার স্বর্ণ পদক পেয়েছেন উড়ন্ত শিখ। ১৯৫৮ সালে কমনওয়েলথ গেমসে চ্যাম্পিয়ন এবং ১৯৬০ সালের রোম অলিম্পিকসে ৪০০ মিটার ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেছিলেন মিলখা সিংহ। প্রায় ৪ দশক অটুট ছিল মিলখার সেই রেকর্ড। 

Comments are closed.