প্যাকেট পণ্যের ওপরে বসছে GST, জানুন আজ থেকে কোন কোন জিনিসের দাম বাড়ল ? 

৫% ছিল, সেখান থেকে একলাফে বেড়ে হল ১৮%। আজ থেকে অর্থাৎ ১৮ জুলাই থেকে প্যাকেট ও ব্র্যান্ডেড বা লেভেলড প্রডাক্ট ব্যবহার করলে আরও বেশি গ্যাঁটের  খরচ বাড়বে। যার ফলে চাল, আটা, ডাল, মুড়ির মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো অনেকেই প্যাকেট বা নিদির্ষ্ট ব্যান্ডের ব্যবহার করতে অভ্যস্ত। এবার থেকে তাঁদের এগুলো কেনার জন্য অতিরিক্ত খরচ করতে হবে। সে সঙ্গে নতুন জিএসটি’র হারে আরও বেশ কিছু পণ্য ও পরিষেবার ওপরে আরও কর-এর বোঝা চাপতে চলেছে। তবে বেশ কিছু পণ্যে ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে। 

১৮ জুলাই থেকে মাছ, দই, পনির, লস্যি, শুকনো সয়াবিন, মটর, গম-এর মতো পণ্যগুলোর ওপরেও ৫% করে জিসিএসটি ধার্য করা হচ্ছে। পাশপাশি ডাবের জল, জুতোর কাঁচামালের ওপরেও ১২% জিএসটি চাপছে। 

এছাড়াও হোটেল পরিষেবা, হাসপাতালের বেড-এর ওপরেও জিএসটি বসছে। দিন পিছু ১ হাজার টাকার কম খরচের হোটেলের রুমের ওপরে ১২% করে জিএসটি ধার্য করা হয়েছে। সেই সঙ্গে প্রতিদিন ৫০০০ হাজার টাকা বেশির হাসপাতালের রুম ভাড়ার ওপরে ৫% জিএসটি ধার্য করা হচ্ছে। সেই সঙ্গে সোলার ওয়াটার হিটারে ক্রয় করলে ১২% জিএসটি দিতে হবে আগে যেটায় ৫% দিতে হত। 

তবে প্যাকেটজাত নয় বা লেভেল অথবা ব্র্যান্ডহীন পণ্যগুলোর ওপরে জিএসটি ছাড় দেওয়া হয়েছে। সেই সঙ্গে জ্বালানি খরচ সহ পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাক, যানবাহনের ওপরে এখন ১৮% এর জায়গায় ১২% জিএসটি ধার্য করা হয়েছে। 

 

Comments are closed.