সিনেমা হলে খাওয়ার-পানীয়তে আর ১৮% জিএসটি নয়, কিছুটা স্বস্তিতে মধ্যবিত্ত 

সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল বর্তমানে প্রায় দেখাই যায়না। তার জায়গা নিয়েছে মাল্টিপ্লেক্স। আর মাল্টিপ্লেক্স মানেই চড়া টিকিটের দাম তো আছেই। সেই সঙ্গে সিনেমা দেখার সময় ঠান্ডা পানীয় বা টুকটাক মুখ চালানোর জন্য কোনও খাওয়ার কিনতে গেলে রীতিমতো একটা মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়। তার কারণ হল জিএসটি। মাল্টিপ্লেক্সগুলোতে খাওয়ার বা পানীয় কিনতে গেলে ১৮% জিএসটি দিতে হবে। তবে এবার থেকে আর তা দিতে হচ্ছে না। 

জিএসটি নিয়ে কেন্দ্রের নতুন ঘোষণায় কিছুটা স্বস্তিতে মধ্যবিত্ত। এবার থেকে সিনেমা হলে খাওয়ার, পানীয়র জন্য ১৮% জিএসটি’র পরিবর্তে দিতে হবে ৫% জিএসটি। নতুন জিএসটির হার বেঁধে দিল কেন্দ্র। তাতে সিনেমা হলে খাবার, পানীয় কিনতে গেলে এবার থেকে হোটেল, রেস্তরাঁর মতোই ৫ শতাংশ GST দিতে হবে। 

কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি মাল্টিপ্লেক্স পরিচালন কমিটিও। করোনার পর খরচের কারণে অনেকেই হল বিমুখ হয়ে পড়েছিলেন। কেন্দ্রের নতুন ঘোষণায় সিনেমা দেখার খরচ কিছুটা সস্তা হবে। যার ফলে হলে দর্শক সংখ্যাও বাড়বে। 

Comments are closed.