দিল্লিতে বড় চমক তৃণমূলের; মমতার উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দিতে পারেন কীর্তি আজাদ

মমতা ব্যানার্জির দিল্লি সফরে এবার বড় চমক তৃণমূলের। ঘাসফুল শিবিরে নাম লেখাতে পারেন প্রাক্তন ক্রিকেটার তথা বর্ষীয়ান রাজনীতিক কীর্তি আজাদ। সূত্রের খবর, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ঘাসফুল শিবিরে যোগ দিতে পারেন তিনি।

মুখ্যমন্ত্রী হওয়ার পর তৃণমূল নেত্রীর দ্বিতীয়বারের রাজধানী সফরের দিকে নজর ছিল দেশের রাজনৈতিক মহলে। তাঁর সফরে বড় কোনও নাম তৃণমূলে আসতে চলছে এমনটা জল্পনা ছিলই। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ তৃণমূলে যোগ দেবেন কীর্তি আজাদ।

ক্রিকেটার জীবনে কপিল দেবের সতীর্থ ছিলেন। বিহারের রাজনীতিতে অত্যন্ত হেভিওয়েট নাম কীর্তি আজাদ। বাবা ভগৎ আজাদ ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাবার দেখানো পথে হেঁটে তিনিও রাজনীতির ময়দানে নামেন। যোগ দেন বিজেপিতে। বিহারের দ্বারভাঙা জেলা থেকে পরপর দু’বার সাংসদ হিসেবে নির্বাচিত হন। সেই সঙ্গে দিল্লির গোলে মার্কেট বিধানসভা থেকে বিধায়কও নির্বাচিত হয়েছিলেন।

যদিও তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে প্রকাশ্যে সমালোচনা করায় ২০১৫ সালের ২৩ ডিসেম্বর বিজেপি থেকে বহিষ্কৃত হন আজাদ। এর পরে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি কংগ্রেসে যোগ দেন তিনি। দ্বারভাঙ্গা থেকেই কংগ্রেসের টিকিটে লোকসভায় প্রার্থী হন। কিন্তু বিজেপি প্রার্থী পশুপতি নাথ সিংহের কাছে পরাজিত হন।

বিজেপি থেকে কংগ্রেস হয়ে তৃণমূলে যোগ দিতে পারেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার।

Comments are closed.