একই আবাসনে ৪ তারকা প্রার্থী! নাজেহাল আবাসিকরা
রুবি মোড়ের কাছে আর্বানা আবাসন ঠিকানা একসঙ্গে ৪ হেভিওয়েট প্রার্থীর।
এবারের বিধানসভা নির্বাচনে তারকা প্রার্থীর ছড়াছড়ি। বিজেপি যেখানে সবাইকে পিছনে ফেলে অনেকটা আগে দৌড়চ্ছে সেখানে খুব একটা পিছিয়ে নেই তৃণমূলও। দৌড়ে আছে বামেরাও।
কিন্তু এমন যদি হয়, একাধিক তারকা একই আবাসনের বাসিন্দা? ভোটের বহু আগে থেকেই তাঁদের ভোটের উত্তাপে হাত সেঁকা ছাড়া উপায় কী?
এমনই ঘটেছে আনন্দপুরের এক অভিজাত আবাসনে। রুবি মোড়ের কাছে আর্বানা আবাসন ঠিকানা একসঙ্গে ৪ হেভিওয়েট প্রার্থীর। সবচেয়ে বড়ো কথা পেশা এক হলেও তাঁরা সবাই কোনও একটি নয় বরং যুযুধান দুই রাজনৈতিক দলেরই প্রার্থী হয়েছেন।
অভিনেতা হিরণ চ্যাটার্জী, পায়েল সরকার এবং শ্রাবন্তী চ্যাটার্জির এবার বিজেপির প্রার্থী তালিকায় নাম উঠেছে। অন্যদিকে, পরিচালক রাজ চক্রবর্তী তৃণমূলের বারাকপুরের প্রার্থী।
আবাসনে একসঙ্গে এত তারকা সমাহার যেমন ফলাও করে বলার বিষয় ঠিক তেমনই নাজেহাল হওয়ার মতো বিষয়ও বটে। ক্রমশ তা টের পাচ্ছেন আর্বানা আবাসনের বাসিন্দারা।
ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদন বলছে, মাঝেমধ্যেই অচেনা অজানা মানুষেরা দল বেঁধে মূল গেট দিয়ে আবাসনে ঢুকে পড়ছেন। অনেকে আবার দলীয় পতাকা নিয়ে মিছিল করে কমপ্লেক্সে ঢুকে স্লোগান দিচ্ছেন। তারকা প্রার্থীদের নিরাপত্তার জন্য সশস্ত্র নিরাপত্তা কর্মীদের আনাগোনা বহুলাংশে বেড়ে গিয়েছে। তাঁরা লবিতে অপেক্ষা করছেন, যা দেখে ঘাবড়ে যাচ্ছে খুদেরা। কখনও আবার বাচ্চাদের খেলার জায়গা আটকে চলছে নিরাপত্তা নিয়ে বৈঠক।
সম্প্রতি অসুবিধার কথা জানিয়ে আবাসন বাসিন্দাদের অনেকেই হাউজিং অ্যাসোসিয়েশনে অভিযোগ করেছেন। তাতে সমস্যার কিছুটা সমাধান হয়েছে। এখন আর ভেতরে নয় হাউজিং কমপ্লেক্সের মূল গেটের বাইরেই চলছে স্লোগান, মিছিল, সমাবেশ।
Comments are closed.