আরও চাপে মধ্যবিত্ত। লোন করে ফ্ল্যাট, গাড়ি কিনেছেন? তাহলে আপনার পকেটে টান পড়তে চলছে। ফের একবার রেপো-রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। শুক্রবারও রেপো রেট ৫০ বেসিস বাড়িয়ে ৫.৯০ শতাংশ করা হয়েছে। আর যার ফলে পুণরায় লোনের ইএমআই বাড়তে পারে। এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
খুচরো বাজারে কয়েক মাস ধরে লাগাতার জিনিসপত্রের দাম বাড়ছে। মূল্য বৃদ্ধিতে লাগাম টানতেই আরবিআই-এর সিদ্ধান্ত বলে অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন। কিন্তু তার ফলে মধ্যবিত্তের ওপর আরও ঋণের বোঝা চাপবে। এমনটাই অনেকে মনে করছেন।
চলতি বছরে এই নিয়ে চতুর্থবার। এই আগে আগস্ট মাসেও ৫০ বেসিস রেপো-রেট বাড়িয়ে ছিল রেপো রেট। শুক্রবার ফের একবার আরও ৫০ বেসিস বাড়লো। বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে আরবিআই যে হারে ঋণ দেয়, তাকেই রেপো-রেট বলে। ফলত রেপো রেট বাড়লে স্বাভাবিক কারণেই বাণিজ্যিক ব্যাঙ্কগুলোও সুদের হার বাড়াবে।
Comments are closed.