ভিভিআইপি মোবাইল নম্বর দেওয়ার নাম করে কলকাতার ব্যবসায়ীকে প্রতারণা, গুজরাত থেকে গ্রেফতার

এয়ারটেলের ভিভিআইপি নম্বর দেওয়ার নাম করে ৪৫ হাজার টাকা প্রতারণার মামলায় গুজরাত থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

অভিযোগ, পার্ক স্ট্রিটের বাসিন্দা নিখল জৈনকে এয়ারটেলের ভিভিআইপি নম্বর দেওয়া হবে বলে জানায় প্রতারকরা। তাদের ফাঁদে পা দিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে ৪৫ হাজার টাকা ট্রান্সফার করেন রঙ্গোলি শাড়ি লিমিটেডের ডিরেক্টর নিখিল জৈন। তারপরই প্রতারকদের আর কোনও খোঁজ পাননি নিখিল। গত জুলাই মাসে সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে কলকাতা পুলিশের সাইবার সেল। গোপন সূত্রে খবর পেয়ে গুজরাতের ভাদোদরার গোরওয়াতে অভিযান চালায় লালবাজার। সেখানেই প্রতারণার ঘটনায় মুখ্য অভিযুক্ত বছর চল্লিশের ললিত বাহাদুর রানা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় দুটি মোবাইল ফোন, একটি রাউটার, একটি ডেবিট কার্ড এবং একটি চেক বই। ধৃতকে আনা হয় কলকাতায়। মঙ্গলবার আদালতে পেশ করে তার পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

Comments are closed.