দেবাঞ্জন কাণ্ডে কলকাতা পুলিশের তদন্তে সন্তুষ্ট, এখনই CBI-এর হস্তক্ষেপের প্রয়োজন নেই, নির্দেশ হাইকোর্টের 

এখনই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে CBI এর হস্তক্ষেপের প্রয়োজন নেই, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। শুক্রবার বিচারপতি অনিরুদ্ধ রায় ও আইপি মুখার্জির ডিভিশন বেঞ্চে মামলাটির তদন্ত হয়। তাতেই বিচারপতিরা জানান, ভুয়ো IAS কাণ্ডের তদন্ত করছে কলকাতা পুলিশ। পরবর্তীকালে প্রয়োজন পড়লে CBI তদন্ত করবে। 

জানা যাচ্ছে, দেবাঞ্জন কাণ্ডে পুলিশের তদন্ত দেখে সন্তুষ্ট হাইকোর্ট। অভিযুক্তর দেওয়া বহু তথ্য এখনও পুলিশের খতিয়ে দেখা বাকি রয়েছে। দেবাঞ্জনকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা। সেক্ষেত্রে এখনই তদন্তভার হস্তান্তরের প্রয়োজন নেই। 

কসবা কাণ্ডের পর রাজ্য বিজেপির একাধিক নেতা অভিযোগ করেছিলেন, ধৃত দেবাঞ্জনের সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে। রাজ্য সরকারের আওতায় তদন্তভার থাকলে তা প্রভাবিত হওয়ার সম্ভবনা রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন। 

এদিকে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে দেবাঞ্জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। কেন্দ্রের সবুজ সংকেত পাওয়ার পরে কলকাতা পুলিশের কাছে দেবাঞ্জনের এফআইআর কপি চেয়েছিল ইডি। ইতিমধ্যেই দেবাঞ্জনের আটটি ব্যাংক অ্যাকাউন্টের কথা তদন্তে উঠে এসেছে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে কী পরিমাণ টাকা লেনদেন হয়েছে। বিপুল অংকের টাকার উৎস কী সবই খতিয়ে দেখতে চায় কেন্দ্রীয় সংস্থা।

Comments are closed.