শুক্রবারের লকডাউনে শুনশান রাজপথ, পুলিশের নাকা চেকিং, দেখুন ফটো গ্যালারি

সেপ্টেম্বরের দ্বিতীয় লকডাউনেও রাজ্যের পথঘাট শুনশান, পথে পথে পুলিশের কড়া নজরদারি। নিট পরীক্ষার কথা মাথায় রেখে শনিবার লকডাউন প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফলে সেপ্টেম্বরে যে পরপর দুদিন লকডাউন হওয়ার কথা ছিল তা হচ্ছে না। শুক্রবার ভোর থেকেই শহরে-গ্রামে পুলিশি নজরদারি চোখে পড়েছে। কলকাতা শহরে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে গার্ডরেল দিয়ে নাকা চেকিং চলছে। বিনা প্রয়োজনে রাস্তায় বেরোলেই পুলিশকে জবাবদিহি করতে হচ্ছে। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে কোথাও জমায়েত হচ্ছে কিনা জানতে ড্রোন ব্যবহার করেছে পুলিশ। প্রশাসন সূত্রে খবর, এ মাসে আর লকডাউন হওয়ার সম্ভাবনা নেই।

Comments are closed.