দেশের বিভিন্ন প্রান্তে আগামী ২৩ জুলাই পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। সতর্ক করল ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট(IMD)। উত্তর ভারত থেকে পশ্চিম ভারত, বিভিন্ন রাজ্যে হবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাত। উত্তর ভারতে ১৮ জুলাই থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত, যা চলবে ২৩ জুলাই পর্যন্ত। উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরায় বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টিপাত হবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচলপ্রদেশ, জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ডে বৃষ্টির পরিমাণ বাড়বে। ২১ তারিখ পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের একাধিক রাজ্য উত্তরপ্রদেশ,মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা,রাজস্থানে ভারী বৃষ্টিপাত হবে।
রাজধানী দিল্লিতে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে রয়েছে প্রবল বজ্রপাতের সম্ভাবনাও। মুম্বাইতে এমনিতেই বৃষ্টির জেরে বেহাল অবস্থা। এরমধ্যে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট(IMD) সূত্রের খবর, সেন্ট্রাল মহারাষ্ট্রের বহু জায়গায় প্রবল বৃষ্টিপাত হবে। কর্ণাটকের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাত হবে গোয়াতেও। বাদ পড়বে না পশ্চিমবঙ্গও। বাংলার বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া দফতর।
Comments are closed.