পুজোর আগেই দাম কমলো গ্যাস সিলিন্ডারের, বড়সড় স্বস্তি সাধারণের

পুজোর আগে স্বস্তি। দাম কমলো বাণিজ্যিক রান্নার গ্যাসের। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেছে প্রায় ১০০ টাকা। এর আগে অগাস্ট মাসেও দাম কমেছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। ৩৬ টাকা করে দাম কমেছিল বাণিজ্যিক গ্যাসের। জুলাই মাসেও দাম কমেছিল বাণিজ্যিক গ্যাসের। সিলিন্ডার প্রতি দাম কমেছিল ৮.৫ টাকা।

এদিন সিলিন্ডার প্রতি দাম কমে ৯১ টাকা ৫০ পয়সা। দাম কমার ফলে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১,৮৮৫ টাকায়। আগে দাম ছিল ১,৯৭৬ টাকা। কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম ১,৯৯৫ টাকা। মুম্বাইতে নতুন দাম ১,৮৪৪ টাকা। চেন্নাইয়ে সিলিন্ডার পাওয়া যাবে ২,০৪৫ টাকায়।

তবে দাম কমেনি রান্নার গ্যাসের। গৃহস্থালির রান্নার গ্যাসের দাম জুলাই থেকে পরিবর্তিত হয়নি। জুলাই মাসে ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে বেড়েছিল।রাজধানী দিল্লিতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১,০৫৩ টাকা। মুম্বাইয়ের পাওয়া যাচ্ছে ১,০৫২ টাকায়। কলকাতায় ডোমেস্টিক সিলিন্ডারের দাম ১,০৭৯ টাকা। চেন্নাইয়ে দাম ১,০৬৮ টাকা।

Comments are closed.