দু’দিনের ভারত সফরে এলেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, শনিবার বৈঠক মোদীর সঙ্গে

দু’দিনের ভারত সফরে দিল্লি এলেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। ভারতে এসেই তিনি রাষ্ট্রপতি ভবনে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। বৈঠকের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করবেন ওলাফ স্কোলজ।

এদিন দিল্লিতে একটি ব্যবসায়ীদের সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি। এরপর সন্ধ্যেবেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি।

বৈঠকে উঠে আসতে পারে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, দ্বিপাক্ষিক বাণিজ্য সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসী নীতি নিয়েও কথা হতে পারে নরেন্দ্র মোদী ও জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের।

শনিবার সকাল ৯টা নাগাদ তিনি দিল্লি এসে পৌঁছন। বিমানবন্দর থেকে তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় রাষ্ট্রপতি ভবনে। তাঁকে স্বাগত জানানো হয়। উল্লেখ্য, এর আগে দুই বার নরেন্দ্র মোদী ও জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সাক্ষাৎ হয়েছে। এই বার তৃতীয় সাক্ষাৎ হতে চলেছে মোদী – স্কোলজের।

Comments are closed.