তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ ঘানার তারকা ফুটবলার, প্রার্থনা ফুটবল বিশ্বের

প্রবল ভূমিকম্প তুরস্কে। ২৪ ঘণ্টার ব্যবধানে পর পর তিন বার ভূমিকম্প হয়েছে সেখানে। ভূমিকম্পে নিখোঁজ হয়েছেন ঘানার জাতীয় দলের ফুটবলার ক্রিস্টিয়ান আতসু। ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা ৩৮০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তুপের নীচে আটকে রয়েছেন এখনও হাজার হাজার মানুষ।

চেলসি এবং নিউক্যাসল ইউনাইটেডের হয়ে খেলেছেন আতসু। এখন তিনি তুরস্কের হাতায়স্পরে খেলেন। নিখোঁজ  হওয়ার ২৪ ঘণ্টা পরও খোঁজ মেলেনি আতসুর। ফুটবল বিশ্বের কাছে আতসুকে নিয়ে উদ্বেগ বেড়েছে। যদিও অন্য একটি রিপোর্টে দাবি করা হয়েছে খোঁজ পাওয়া গিয়েছে আতসুর। এই খবর পাওয়া মাত্রই নিউক্যাসলের পক্ষ থেকে আতসুর সুস্থতা কামনা করে একটি টুইট করা হয়েছে৷

৩১ বছর বয়সী আতসুর ঘানার হয়ে ৬৫ টি ম্যাচ খেলেছেন। ২০১২ সালে অভিষেক হয়েছিল আতসুর। ২০১৪ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিলেন তিনি। জাতীয় দলের হয়ে ৯ টি গোল করেছেন। ভূমিকম্পের সময় আতসু যেখানে ছিলেন, সেখানে বেশি পরিমাণে ক্ষতি হয়েছে।

আতসু তার ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় ইংল্যান্ডে কাটিয়েছেন।  ২০১৩ সালে চেলসির সঙ্গে চুক্তিবদ্ধ হন। এরপর এভারটন, বোর্নেমাউথ ক্লাবের হয়ে খেলেছে। ২০১৭ সালে তিনি নিউক্যাসল ইউনাইটেড এফসি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হন। গত সেপ্টেম্বরে ক্রিশ্চিয়ান আটসু তুরস্কের ক্লাবে যোগ দিয়েছিলেন।

 

 

Comments are closed.