বেড়েই চলেছে সোনার দাম । এপ্রিলের শুরু থেকেই সোনার দাম চরমে উঠছিল। তারপর এ সপ্তাহে পর পর দু’দিন তা কিছুটা কমে আসে।
শুক্রবার থেকে সোনার দাম ফের লাফিয়ে বেড়েছে। গত দু’দিনে ২৪ ক্যারাটের পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ২ হাজার ৪৫০ টাকা। অন্য দিকে ২২ ক্যারাটের গয়না সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ২ হাজার ৩৫০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও চড়েছে। প্রতি কেজি রুপোর দাম একদিনে বাড়ল প্রায় ২ হাজার টাকা।
Comments are closed.