বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। এই প্রথমবার বিশ্ব চ্য়াম্পিয়নশিপের ফাইনালে উঠলেন নীরজ। প্রথমবারের চেষ্টাতেই ৮৮.৩৯ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়লেন তিনি। ফাইনালে যোগ্যতা অর্জন করতে দরকার ছিল ৮৩.৫০ মিটার। মাত্র ১২ সেকেন্ডেই ৮৮.৩৯ মিটার জ্যাভলিন ছুঁড়লেন তিনি।
প্রথম ১২ জনের মধ্যে দ্বিতীয় হয়ে ফাইনালে ওঠেন নীরজ। প্রথম স্থানে আছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস। তিনি ছুঁড়েছেন ৮৯.৯১ মিটার। ২০১৭ সালে প্রথম বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে নামেন নীরজ চোপড়া। সেই বার ফাইনাল পর্যন্ত যেতে পারেননি নীরজ। ৮২.২৬ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়েছিলেন। এরপর ২০১৯ সালে দোহা বিশ্ব চ্যাম্পিয়নশিপে চোটের কারণে খেলতে পারেননি নীরজ। গতবছর টোকিও অলিম্পিক্সে সোনা জেতেন নীরজ চোপড়া। ফাইনালের শুরুতেই প্রথম রাউন্ডে নীরজ ছুঁড়েছিলেন ৮৭.০৩ মিটার। দ্বিতীবার নিজেকে ছাপিয়ে ছোঁড়েন ৮৭.৫৮ মিটার। এই দুটি থ্রোয়ের পরেই সোশ্যাল মিডিয়া বলতে শুরু করে দিয়েছিল ‘ইটস কামিং হোম’। অর্থাৎ নীরজ সোনা নিয়েই টোকিও থেকে ফিরছেন। তবে তৃতীয় চেষ্টায় নিরাশ করেন নীরজ। মাত্র ৭৬.৭৯ মিটার ছুঁড়তে পারেন তিনি। চতুর্থবার ফাউল করে বসেন। কিন্তু ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার ছুঁডে় সোনার পদক দখল করেন নীরজই।
চলতি বছরের ১ জুলাই নীরজ স্টকহোমে ডায়মন্ড লিগে নতুন জাতীয় রেকর্ড গড়েন। সেই ইভেন্টে রুপো জেতেন তিনি। ৮৯.৯৪ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন নীরজ। জ্যাভলিনের দুনিয়ায় গোল্ড স্ট্যান্ডার্স মার্ক হল ৯০ মিটার। নীরজ বলেন, আমি বিশ্ব চ্যাম্পিয়নশিপে লড়াই করতে চাই চাপমুক্তভাবে। আমি নিজের মধ্যে রাখব না যে আমি অলিম্পিক্স চ্যাম্পিয়ন। শুক্রবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে জ্যাভলিনে নীরজের সঙ্গেই ফাইনালে উঠেছেন ভারতের রোহিত যাদব। সেই সঙ্গে ট্রিপল জাম্পে ফাইনালে ওঠেন ভারতের এলধোস পল।
Comments are closed.