নেওড়াভ্যালি জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মার্চ থেকে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই ছবি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে। তিন দিক থেকে বাঘের ছবি ধরা পড়তে খুশি বনদফতরের কর্মীরা। এর আগেও গরুমারা বন্যপ্রাণ বিভাগের অধীনে থাকা কালিম্পং ডিভিশনের নেওড়াভ্যালি জঙ্গলে দেখা গিয়েছিল রয়্যালবেঙ্গল টাইগারের। এবার বর্ষার আগে ফের দেখা গেল বাঘের।
এর আগে ২০১৭ সালে জানুয়ারিতে নেওড়াভ্যালির জঙ্গলে প্রথম বাঘের দেখা পাওয়া গিয়েছিল। এক গাড়ি চালক আনমোল ছেত্রী রয়্যালবেঙ্গল টাইগারের দেখা পেয়েছিলেন। এরপর ওই জঙ্গল বাঘ আছে জেনে নজরদারি বাড়ান বনদফতরের কর্মীরা। জঙ্গলের ফাঁক বসানো হয় ট্র্যাপ ক্যামেরা। এরপর ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে একবার নয় বেশ কয়েকবার বাঘের দেখা মিলেছিল। ২০২১ সালে আরও একবার দেখা দেয় রয়্যালবেঙ্গল টাইগার। বনদফতরের কর্মীরা জানিয়েছেন, রয়্যাল বেঙ্গলের দেখা মিলতেই নজরদারি বাড়ানো হয়েছে। এবার পর্যটন ক্ষেত্রেও সু খবর আসবে বলেই মনে করছে বনদফতর।
এই বিষয়ে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। বাঘের সংখ্যা দেখা না গেলেও বাঘ আছে তা জেনে খুশি পর্যটকরাও।
Comments are closed.