পড়ুয়াদের নিয়ে একটি স্কুল বাস অর্ধেক ডুবে গেল। হাড়হিম করা এই ছবি দেখা গিয়েছে তেলেঙ্গানায়। পড়ুয়াদের চিৎকার শুনে এগিয়ে আসেন স্থানীয়রা। পড়ুয়াদের কোলে নিয়ে উদ্ধার করেন তাঁরা। প্রবল বৃষ্টিতে জলমগ্ন তেলেঙ্গানার একাংশ। এরমধ্যেই ৩০ জন পড়ুয়াকে নিয়ে অর্ধেক ডুবে গেল একটি বাস।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুল বাসটি অর্ধেক ডুবে গিয়েছে। আর বাসের ভিতর থেকে পড়ুয়াদের উদ্ধার করা হচ্ছে। কোনও কোনও পড়ুয়াদের নৌকার চাপিয়ে উদ্ধার করা হয়েছে।
#WATCH | Telangana: A school bus, carrying 30 students, was partially submerged in a flooded street in Mahbubnagar today. The students were rescued by the locals. The bus was later brought out of the spot. pic.twitter.com/7OOUm8as0v
— ANI (@ANI) July 8, 2022
কয়েকটি রাজ্যে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত চলছে। বৃষ্টিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ মহারাষ্ট্র, আসাম। কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলা প্রশাসন প্রবল বৃষ্টিতে ৮ এবং ৯ জুলাই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করেছে। আবহাওয়া দফতর লাল সতর্কতা জারি করেছে। ভারী বৃষ্টিপাত উপকূলীয় এলাকার মানুষরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রবল বৃষ্টি চলছে মুম্বাইয়ের একাংশে। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বৃহস্পতিবারও একটি আদেশ জারি করে জানিয়েছিল, মৌসম ভবন ভারী বৃষ্টিপাতের জন্য কিছু এলাকায় কমলা সতর্কতা ও কিছু এলাকায় লাল সতর্কতা জারি করেছে। সমুদ্র সৈকতে যেতে নিষেধ করা হয়েছে।
গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে তেলেঙ্গানার মহাবুবনগরের কোডুরু অঞ্চলের কাছে মাচানপল্লী-কোডুরু রুট-এর রেল আন্ডারব্রিজের তলার রাস্তায় এক-মানুষের থেকেও বেশি জল জমে। সেখানেই আটকে পড়ে স্কুলবাসটি। উল্লেখ্য, ২০২০ সালেও বৃষ্টিতে বিধ্বংসী অবস্থা হয়েছিল তেলেঙ্গানার।
Comments are closed.