এই বছর কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে বেশিরভাগ পদক এসেছে ভারত্তোলনে। এবার ফের এই ভারত্তোলনেই পদক জিতলেন হরজিন্দর কৌর। ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন তিনি। এই নিয়ে ভারতের ঝুলিতে ৯ টি পদক এল। আর পদক জয়ের তালিকায় ভারতের নাম উঠে এল ষষ্ঠ স্থানে।
প্রথমবার হরজিন্দর ৯০ কেজি তুলতে ব্যর্থ হন। দ্বিতীবারের চেষ্টায় সেই ওজন তোলেন তিনি। তৃতীয়বারের চেষ্টায় হরজিন্দর ৯৩ কেজি তোলেন। এর আগেও কমনওয়েলথ গেমসে ভারতের হরজিন্দর কৌর রুপো পেয়েছিলেন। সেইবার ক্লিন অ্যান্ড জার্কে তিনি ১১৩ কেজি তুলেছিলেন। দ্বিতীয়বার তুলেছিলেন ১১৬ কেজি আর তৃতীয়বার তুলেছিলেন ১১৯ কেজি। কিন্তু এইবার ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল হরজিন্দরকে।
উল্লেখ্য, এই কমনওয়লেথ গেমসে ৯টি পদকের মধ্যে ৭টি পদক এসেছে ভারত্তোলন থেকে। তিনটি সোনা এসেছে ভারত্তোলন থেকে। বাংলা থেকে অচিন্ত্য শিউলি ভারত্তোলনে সোনা পেয়েছেন। পদক পেয়েছেন মীরাবাই চানু, লালরিনুনগা জেরেমি, সঙ্কেত মহাদেব সারগার, বিন্দারানি দেবী, গুরুরাজা।
Comments are closed.