ফুটবলে নিষিদ্ধ হতে চলেছে ‘মাথা খাটানো’। ভাবছেন কী এই মাথা খাটানো? হেড দিয়ে গোল দেওয়া নিষিদ্ধ করতে চাইছে ইংল্যান্ড। সেইদেশে বাচ্চাদের ফুটবলে ইতিমধ্যেই এই নিয়ম চালু হয়েছে। এবার বড়দের ক্ষেত্রেও কার্যকরী হতে চলেছে এই নিয়ম। হেড দিয়ে গো দিলে পরবর্তীকালে মস্তিষ্কের সমস্যা হতে পারে। মস্তিষ্কজনিত সমস্যার জেরে মৃত্যুর হার অনেকটাই বেড়ে যায়। তাই এই পদক্ষেপ নিতে চলেছে ইংল্যান্ড।
একটি গবেষণায় দেখা গিয়েছে, যেসব ফুটবলাররা হেড দিয়ে গোল দেয়, তাঁদের মস্তিষ্কজনিত সমস্যায় মৃত্যু হার বেড়ে গিয়েছে ৩.৫ গুণ। ১৯৬৬ সালে ইংল্যান্ডের ফুটবল বিশ্বকাপ জয়ী দলের বেশিরভাগ সদস্য ‘ডিমেনশিয়া’ রোগের শিকার হয়েছেন। এরপর দ্য ফুটবল অ্যাসোসিয়েশন অথবা FA ছোটদের ক্ষেত্রে ফুটবলে হেড দিয়ে গোল দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। বড়দের জন্য বলা হয়, সপ্তাহে ১০ টার বেশি হেড দিয়ে গোল না দিতে। এরপর ২০২২-২৩ মরশুমে ছোটদের দলে ট্রায়ালে হেড দেওয়া বন্ধ করে দিয়েছে ইন্টারন্যাশ ফুটবল বোর্ড বা IFAB।
এরআগে নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, মহিলাফুটবলারদের ক্ষেত্রে হেড দিয়ে গোল দিলে ঘাড়ের সমস্যা হতে পারে। হরমোনের তারতম্যের কারণ হতে পারে। এছাড়াও চোখের সমস্যা হতে পারে বলে জানা গিয়েছিল। এরপর ইন্টারন্যাশ ফুটবল বোর্ড বা IFAB বড়দের ক্ষেত্রে হেড দিয়ে গোল দেওয়া নিষিদ্ধ করতে চলেছে।
ফুটবলের সম্রাট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লিওনেন মেসিকে হেড দিয়ে গোল করতে দেখা যায়। হেড দিয়ে গোল দেওয়ার মুহূর্ত চিরস্মরনীয় ফুটবলপ্রেমীদের কাছে। এবার তা দেখা বন্ধ হতে চলেছে।
Comments are closed.