ফিরহাদ বাদে তিন জনেরই শরীরে একাধিক সমস্যা, লিভার নিয়ে উদ্বেগ শোভনের
বাড়ি যাওয়ার অনুমতি মিললেও বর্তমান ও প্রাক্তন তিন মন্ত্রী ভর্তি রয়েছেন এসএসকেএম
আপাতত গৃহবন্দি হয়ে থাকতে হবে ধৃত চার হেভিওয়েট নেতাকে। শুক্রবার সুব্রত মুখার্জিদের অন্তর্বর্তীকালীন জামিনের মামলায় রায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের।
বাড়ি যাওয়ার অনুমতি মিললেও বর্তমান ও প্রাক্তন তিন মন্ত্রী ভর্তি রয়েছেন এসএসকেএম। শুধুমাত্র ফিরহাদ হাকিম রয়েছেন জেলে।
সুব্রত বাবুর সিওপিডি জনিত শ্বাসকষ্ট রয়েছে। খবর, কেবিনে তাঁর জন্য নেবুলাইজার রাখা হয়েছে। এছাড়াও কথা বলার ক্ষেত্রেও কিছু সমস্যা অনুভব করছেন বর্ষীয়ান এই নেতা। একটানা কথা বলতে গিয়ে গলায় ব্যাথা পাচ্ছেন বলেন খবর। যার জেরে তাঁর ভোকাল কর্ডের পরীক্ষা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। পঞ্চায়েন মন্ত্রীর স্পিচ থেরাপি করা হতে পারে বলেও জানা যাচ্ছে।
শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বিধায়ক মদন মিত্রেরও। বুধবার তাঁকে টানা অক্সিজেন দিতে হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সম্প্রতি কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি। যার জেরে ফুসফুসে সংক্রমণ ছড়িয়েছে বলেও জানা যাচ্ছে। ফলত বাড়ি যাওয়ার অনুমতি পেলেও এখনই হাসপাতাল ছাড়বেন কিনা সে নিয়ে অনিশচয়তা রয়েছে।
অন্যদিকে, মাঝে মধ্যেই বুকে ব্যথা অনুভব করছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি। তাঁর ইকো কার্ডিওগ্রাম এবং ইসিজি করানো হয়েছে। জানা যাচ্ছে চিন্তা, উদ্বেগ থেকেই এই সমস্যা। লিভারের সমস্যাও রয়েছে তাঁর। রক্তে শর্করার মাত্রা বেশি। আপাতত স্থিতিশীল রয়েছেন শোভন চ্যাটার্জি।
জেলে দ্বিতীয় দিন ফিরহাদ হাকিমের জ্বর এসেছিল, এখন তিনি ভালো আছেন বলেই খবর।
Comments are closed.