তাপমাত্রা ৩৭ কিন্তু অনুভূতি ৪৯ ডিগ্রির, প্রবল গরমে ঘেমে-নেয়ে একশা কলকাতা সহ দক্ষিণবঙ্গ, চলবে আরও দু’দিন

শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি কিন্তু অনুভূতি হচ্ছে ৪৯ ডিগ্রির। শহরজুড়ে তীব্র তাপদাহে গায়ে ফোস্কা পড়ার যোগাড়। আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। মোবাইল ফোনের অ্যাপ বলছে, তাপমাত্রা ৩৭ ডিগ্রি হলেও, রিয়েল ফিল ৪৯ ডিগ্রি সেলসিয়াস। স্বভাবতই বেলা বাড়ার সঙ্গে মহানগরের রাস্তায় কমছে পথচারী, অটো থেকে ট্যাক্সির সংখ্যা। এসি মেট্রো কিংবা এসি বাসে তিল ধারণের জায়গা নেই। শহরবাসীর প্রশ্ন একটাই, বৃষ্টি নামবে কবে? কিন্তু আগামী দু’দিন পর্যন্ত এই তীব্র গরম থেকে নিস্তার নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। বরং শনিবার থেকে আরও বাড়তে পারে তাপমাত্রা। অর্থাৎ আপাতত অস্বস্তি চলবে। গরমের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রোগে কাহিলের সংখ্যা।
শুক্রবার কলকাতার সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, আর শনিবার তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে উঠতে পারে। আপেক্ষিক আদ্রতা যেখানে ৫০ শতাংশ ছাড়ালেই অস্বস্তিবোধ করেন মানুষ, সেখানে গত ২৪ ঘন্টায় কলকাতার আপেক্ষিক আদ্রতা ৯২ শতাংশ। আর আগামী দু’দিনও কলকাতাবাসীকে চরম অস্বস্তি সহ্য করতে হবে, আপাতত দিন দুয়েক বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামী মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস।

Comments are closed.