কমনওলেথ গেমসে ফের সোনা পেল ভারত। সোনা এল কুস্তিগীর দীপক পুনিয়ার হাত ধরে। পাকিস্তানের দুবারের সোনাজয়ী মহম্মদ ইনামকে ৩-০ তে হারান তিনি। দীপকের খেলার জীবনে কমনওয়েলথ গেমসে এটি প্রথম সোনা।
পুরুষদের ফ্রিস্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগে পাকিস্তানের প্রতিপক্ষ মহম্মদ ইনামকে হারান তিনি। ২০১০ সালের দিল্লি এবং ২০১৮ সালের গোল্ড কোস্টের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন মহম্মদ ইনাম। অগাস্ট মাসের ৫ তারিখেই অলিম্পিক্সে এই দিন ব্রোঞ্জ হাতছাড়া হয়েছিল দীপকের। আর এই বছর কমনওয়েলথ গেমসে সোনা এনে সেই স্বাদ মেটালেন ভারতের গর্ব এই কুস্তিগীর।
অন্যদিকে মহিলাদের ৬২ কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা পান সাক্ষী মালিক। প্রথম রাউন্ডে ০-৪ ব্যবধানে পিছিয়ে থাকার পরেও তিনি অবশেষে হারিয়ে দেন কানাডার গডিনেজ গঞ্জালেসকে। এরপরেই তিনি জিতে নেন সোনা। পাশাপাশি কমনওয়েলথ গেমসে পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কিলোগ্রাম বিভাগে সোনা পান বজরং পুনিয়া। এরআগে ২০১৮ সালেও তিনি ৬৫ কিলোগ্রাম ক্যাটেগরিতে সোনার পদক জয় করেছিলেন। এছাড়া ২০১৪ সালে ৬১ কেজি ক্যাটেগরিতে তিনি রুপোর পদক জয় করেন।
Comments are closed.