বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দলের সঙ্গে মাঠে দেখা গিয়েছিল জনপ্রিয় শেফ সল্ট বে’কে। মেসিদের সঙ্গে সেলফি তো তুলেছেনই, সেই সঙ্গে তাঁকে বিশ্বকাপ হাতে নিতেও দেখা যায়। ফিফার নিয়ম ভেঙেছে বলে অনেকে তাঁর বিরুদ্ধে আগেই সরব হয়েছিল। ফিফার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। বিতর্কের মাঝেই এবার তুর্কির এই শেফ’এর বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিল ফিফা।
ফিফার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, বিশ্বকাপ ট্রফি একটি সম্মানের স্নারক। বিশ্বকাপ জয়ী দলের সদস্য, স্টাফ, পরিবারের লোকজন, প্রাক্তন বিশ্বকাপ জয়ীদেরই শুধু এই ট্রফি হাতে নেওয়ার অধিকার আছে। এছাড়া কেউ তা ছুঁলে, তা ফিফার অনুমতি নিতে হয়। ইতিমধ্যেই একটি অন্তর্বর্তী তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। টুর্নামেন্ট-এর নিয়ম ভাঙা হয়েছে প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয় সেফ নুসরেত গোকসে, যিনি নেট পড়ায় সল্ট বে নামে জনপ্রিয়। গোটা বিশ্বকাপ টুর্নামেন্টই তাঁকে দেখা গিয়েছে। কখনও ফিফা প্রেসিডেন্ট-এর সঙ্গেও তাঁকে দেখা যায়। এর আগেও মারাদোনা থেকে শুরু করে মেসি, নেইমার, এমবাপেদের সঙ্গে সল্ট বে’র ভিডিও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশ্বকাপ জয়ের পরেও আর্জেন্টাইন দলের সঙ্গেই মাঠে ছিলেন তিনি। ঘুরে ঘুরে সবার সঙ্গে ছবিও তুলেছেন। যা নিয়েও হয়তো এবার বিপাকে পড়তে চলছেন জনপ্রিয় শেফ।
Comments are closed.