আগামী ২০ এবং ২১ এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। নবান্ন সূত্রে খবর, এবারের সম্মেলনে ব্রিটেন থেকে একটি বড়সড় প্রতিনিধি দল যোগ দিতে চলেছে।ব্রিটেন থেকে ৪৯ জনের এই প্রতিনিধি দল আসায়, রাজ্যে বড়সড় বিনিয়োগের সম্ভবনা দেখছেন শিল্পতিদের একাংশ। জানা গিয়েছে, রাজ্যে বিনিয়োগের সম্ভবনা খতিয়ে দেখতে বেঙ্গল চেম্বার্স অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ব্রিটেনের প্রতিনিধিরা। এছাড়াও রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গেও আলোচনা করবেন তাঁরা।
তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েই মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, তাঁর সরকারের লক্ষ্য রাজ্যে ব্যাপক কর্মসংস্থান তৈরী করা, সেই উদ্দেশ্যেই পরিকল্পনা শুরু করেছে রাজ্য। সেই মতো শিল্পসম্মেলন নিয়ে কয়েকমাস আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে নবান্ন। মুখ্যমন্ত্রী নিজে মহারাষ্ট্রে গিয়ে একাধিক শিল্পপতিকে বিজিবিসি আমন্ত্রণে জানিয়ে এসেছেন। মুকেশ আম্বানি থেকে শুরু করে গৌতম আদানি, দেশের তাবড় তাবড় শিল্পতিদের এই সম্মেলন যোগদান প্রায় নিশ্চিত। প্রসঙ্গত এরমধ্যেই গৌতম আদানি এবং তাঁর পুত্র নবান্নে এসে বৈঠক করে গিয়েছেন। সব মিলিয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ব্রিটিশ প্রতিনিধি দলের যোগদানের খবর বাড়তি উৎসাহ জাগিয়েছে রাজ্যের শিল্পমহলে।
Comments are closed.