বয়স সবেমাত্র ১৪ মাস। তবে এই বয়সেই নিজের প্রতিভায় সারা বিশ্বকে অবাক করল ভারতীয় খুদে। সকলকে বিস্মিত করে ৩ মিনিটে ২৬ টি দেশের জাতীয় পতাকা চিনে রেকর্ড গড়েছে মধ্যপ্রদেশের খুদে।
যশস্বী এস মিশ্র। মধ্যপ্রদেশের বাসিন্দা সে। ছোট্ট যশস্বী নাম তুলেছেন ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সে। সে এখন দেশের প্রথম সর্বকনিষ্ঠ এবং বিশ্বের দ্বিতীয় ‘গুগল বয়’।
ছোট থেকেই তার এই প্রতিভার কথা বুঝতে পেরেছিলেন তার বাবা-মা। যে বয়সে তার সমবয়সীদের কিছু শিখতে পারা তো দূরের কথা, কথাই ফোটে না মুখে। সেখানে বিশ্বরেকর্ডের মালিক যশস্বী। ছোট থেকেই বিভিন্ন দেশের জাতীয় পতাকা চিনে গিয়েছিল সে। তার বাবা এবং মা তাকে এই কাজে সাহায্য করে। ফলে মাত্র ৩ মিনিটে ২৬ টি দেশের জাতীয় পতাকা চিনে রেকর্ড গড়ে ফেলতে পারে যশস্বী।
দাদা শিক্ষক। বাবা একটি সংস্থার মুখপাত্র এবং মা আইনজীবী। এর আগেও ১ বছর ২ মাস বয়সে সে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস, লন্ডনের খাতায় নাম তুলেছিল যশস্বী। ভবিষ্যতে আরও এগিয়ে যাক যশস্বী বলেই চান তার বাবা-মা। নিয়মিত অনুশীলনের মধ্যে থাকে সে। ভারতের নাম বিশ্বের দরবারে উজ্বল করায় খুশি নেটিজেনরা।
Comments are closed.