ত্রিপুরায় ছাপ্পা ভোট দিচ্ছেন বিজেপি কর্মী, ভিডিও প্রকাশ তৃণমূল, সিপিএমের

ত্রিপুরায় পুরভোট ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। কোথাও তৃণমূল এজেন্ট ও প্রার্থীদের মারধর করা হচ্ছে। আবার কোথাও ছাপ্পা ভোট দিচ্ছে বিজেপি বলে অভিযোগ এনেছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও পোস্ট করে সেইসব ঘটনার প্রমাণ দিয়েছে তৃণমূল।

৫১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপন বিশ্বাসকে মারধর করার ফলে তাঁর চোখের ক্ষতি হয়েছে। অন্যদিকে ১৩ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর বুথে জোর করে ভোট দেওয়া হচ্ছে। একটি ভাইরাল ভিডিও প্রকাশ করেছে ত্রিপুরা তৃণমূল। ভিডিওতে দেখা যাচ্ছে, ভোটকেন্দ্রে এক ব্যক্তি নজর রাখছিলেন কে কোথায় ভোট দিচ্ছে। শুধু তাই নয়, বিজেপি সমর্থক বলে পরিচিত ওই ব্যক্তি নিজেই ভোট দিয়ে দিচ্ছেন অন্যের হয়ে।

সিপিএম ত্রিপুরা টুইটার হ্যান্ডল থেকেও ভিডিয়োটি শেয়ার করে নিন্দা করা হয়েছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। আগরতলার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শ্যামল পালের বাড়িতে বাইক বাহিনীর হানা দেয় বলে অভিযোগ। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। শুধু তৃণমূল নয় হামলার অভিযোগ করেছে সিপিএমও। ৩৮ নম্বর ওয়ার্ডের এক সিপিএম সদস্যর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে ভোটগ্রহণের আগের দিন মধ্যরাত থেকে ত্রিপুরা জুড়ে ইন্টারনেট পরিষেবায় বন্ধ ছিল। এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল।

Comments are closed.