যশ মোকাবিলায় তৎপর প্রশাসন, প্রস্তুত ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কুইক রেসপন্স টিম

আমফান থেকে শিক্ষা নিয়ে এবার যশ মোকাবিলায় আগেভাগে তোড়জোড় শুরু করেছে রাজ্য প্রশাসন

গতবছর আমফানের কারণে তছনছ হয়েছিল দক্ষিণবঙ্গ। এক বছর আগের সেই ভয়ঙ্কর স্মৃতিকে উস্কে দিতে ধেয়ে আসছে ঘূর্নিঝড় ‘যশ’।

রাজ্যে আমফানে ক্ষয়ক্ষতি হয়েছিল বিস্তর। আমফান থেকে শিক্ষা নিয়ে এবার যশ মোকাবিলায় আগেভাগে তোড়জোড় শুরু করেছে রাজ্য প্রশাসন।

বুধবার যশ-দুর্যোগ মোকাবিলা নিয়ে বৈঠকের পর শুক্রবার থেকেই কাজ শুরু করল উপকূলরক্ষী বাহিনী। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় নজরদারি ও মাইকিং শুরু করে দেওয়া হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কার্যালয় থেকে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতা প্রচার করা হচ্ছে। যাঁরা মাঝ সমুদ্রে গিয়েছেন তাঁদের ২৩ মের মধ্যে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ কতটা শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ? কী বলছে আবহাওয়া দফতর?

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ডিআইজি সত্যরঞ্জন দাস জানান, ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় বাহিনী সমস্ত রকম ভাবে প্রস্তুত। বাহিনীর তরফে ইতিমধ্যে গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম। প্রস্তুত রয়েছে ১৩ টি জাহাজ, বোট এবং স্পিড বোট।

অন্যদিকে, কৃষকদের ফসল রক্ষার জন্য নির্দেশ জারি করেছে কৃষি দফতরও। এই বার্তা মূলত দক্ষিণবঙ্গের কৃষকদের জন্য।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হবে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তে পরিবর্তিত হয়ে ২৬ মে আছড়ে পড়বে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপর। তাই শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মুখ্যসচিবদের চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে ঝড়ের মুখে পড়তে পারে এমন রাজ্যগুলির উপকূলবর্তী এলাকার স্বাস্থ্য ব্যবস্থায় বাড়তি নজর দিতে হবে। পাশাপাশি, এই রাজ্যগুলির কোথাও যাতে চিকিৎসা ব্যবস্থায় কোনও গাফিলতি না থাকে, সে দিকেও নজর রাখতে হবে। ঝড়-বৃষ্টির কারণে অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যহত হতে পারে। তাই জরুরি চিকিৎসা সরঞ্জাম, ওষুধ যাতে সময়মতো পৌঁছে দেওয়া যায়, তার বন্দোবস্ত রাখতে বলা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড় যশ ২৬ মে ওড়িশা কটকে আছড়ে পড়বে। সেই প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের সমুদ্রবর্তী এলাকায়। ল্যান্ডফলে মারাত্মক আকার নেবে এই ঘুর্ণিঝড়, আশঙ্কা করছে আবহাওয়া দফতর। যশ-দূর্যোগ মোকাবিলায় প্রস্তুত নবান্ন। বৃহস্পতিবার নবান্নে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব।

Comments are closed.