যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন। এখনও সে দেশে কয়েক হাজার ভারতীয় আটকে। এবার তাঁদের জন্য নয়া নির্দেশিকা জারি করল সে দেশের ভারতীয় দূতাবাস। কিয়েভ অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে পরামর্শ না করে কেউ সীমান্তে যাবেন না।
দূতাবাসের তরফে আরও জানানো হয়, সারা ইউক্রেনে কার্যত কার্ফুজারি হয়েছে। দেশের সীমান্তগুলি এখন অত্যন্ত বিপদজনক। তাই হঠাৎ করে সেখানে চলে যাওয়া উচিত হবে না। সেই সঙ্গে দূতাবাসের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, ভারতীয়দের যাতে দ্রুত ইউক্রেন থেকে বের করা যায়, তা নিশ্চিত করতে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলির সঙ্গে আলোচনা চলছে। দূতাবাসের তরফ গোটা বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারতীয়রা দ্রুত দেশে ফিরতে পারবে বলেই দূতাবাসের আধিকারিকরা জানিয়েছেন।
এদিকে দূতাবাস সূত্রে খবর, ইতিমধ্যেই বহু ভারতীয় পড়ুয়া সন্ত্রস্ত হয়ে কাউকে কিছু না জানিয়ে ইউক্রেনের বিভিন্ন সীমান্তে পৌঁছে গিয়েছে। সারা দেশ জুড়েই কার্যত যুদ্ধ চলছে। আকাশ থেকে রীতিমতো বোমার বৃষ্টি পড়ছে। রাস্তায় সামরিক ট্যাঙ্ক ঘুরে বেড়াচ্ছে। এই আবহে যারা সীমান্তের দিকে যেতে গিয়ে মাঝ পথে আটকা পড়ছেন তাঁদের কাছে সাহায্য পৌঁছে দিতে অসুবিধা হচ্ছে। যার জেরেই এই নয়া নির্দেশিকা।
Comments are closed.