যে যেখানে আছেন, এখনই কিয়েভ ছাড়ুন; ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নতুন নির্দেশ দূতাবাসের

সোমবার বেলারুশে বৈঠকের পরে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে রাশিয়া। এই আবহে মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভ আটকে পড়া ভারতীয়দের জন্য নতুন নির্দেশিকা জারি করল দূতাবাস। যা নিয়ে  নতুন করে প্রবাসীদের আশঙ্কা বেড়েছে। মঙ্গলবার দূতাবাসের নির্দেশিকায় জানানো হয়, যত দ্রুত সম্ভাব কিয়েভ ছাড়ুন। ট্রেন হোক বা অন্য কোনও যানবাহন। অবিলম্বে কিয়েভ ছেড়ে বেরিয়ে যান। 

নির্দেশিকায় আরও বলা হয়েছে, যে ট্রেনই পাবেন তাতে করেই কিয়েভ ছাড়ুন। ট্রেন না পেলে অন্য কোনও যানবাহন নিন। সঙ্গে যতটা সম্ভব খাওয়ার, টাকা পয়সা মজুত রাখুন। কয়েকদিন আগেই দূতাবাসের তরফে কিয়েভ আটকে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে বলা হয়েছিল, নিকটবর্তী ট্রেন স্টেশনগুলিতে আশ্রয় নিতে। সেখান থেকেই তাঁদের ইউক্রেনের পশ্চিম সীমান্তবর্তী দেশগুলিতে পাঠানো হচ্ছিল। 

উল্লেখ সোমবারই যুদ্ধবিরতি নিয়ে বেলারুশে ইউক্রেন-রাশিয়া বৈঠক বসে। স্বাভাবিকভাবেই সেই বৈঠকের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। কিন্তু বৈঠকে কী হল তা নিয়ে কোনও পক্ষই মুখ খোলেনি। এদিকে মঙ্গলবার থেকে ইউক্রেন আরও সেনা পাঠাতে শুরু করেছে রাশিয়া। সব মিলিয়ে দূতাবাসের নতুন নির্দেশিকায় উদ্বেগ বাড়ল সে দেশে আটকে থাকা ভারতীয়দের। 

Comments are closed.