২২ দিনে পড়ল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। একাধিক আন্তর্জাতিক নিষেজ্ঞা সত্ত্বেও পিছু হঠতে নারাজ পুতিন। এই আবহে আন্তর্জাতিক আদালতে বড়সড় ধাক্কা খেল মস্কো। অবিলম্বে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে নির্দেশ দিল আন্তর্জাতিক আদালত। উল্লেখযোগ্য বিষয়, আন্তর্জাতিক আদালতে যে ১৩ জন বিচারপতি রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় বিচারপতি দলবীর ভান্ডারী।
রাষ্ট্রপুঞ্জের শীর্ষ আদালতে প্যানেলে মোট ১৫ জন বিচারপতি রয়েছেন। যাঁদের মধ্যে ১৩ জন বিচারপতিই রাশিয়াকে যুদ্ধ থামানোর পক্ষে রায় দেন। বাকি রাশিয়া এবং চীনের বিচারপতি রাশিয়ার সমর্থনে ভোট দেন। আন্তর্জাতিক আদালতের প্রধান বিচারপতি জোয়ান ডোনোঘু বলেন, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যে বিধ্বংসী সামরিক অভিযান শুরু করেছে তা অবিলম্বে বন্ধ করা উচিত।
এদিকে মস্কোর তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিষয়টি আন্তর্জাতিক আদালতের এক্তিয়ারের মধ্যে পড়ে না। রাশিয়া তার লক্ষ্যে পৌঁছবেই। প্রসঙ্গত রাশিয়ার ধারাবাহিক আক্রমণে প্রাণ গিয়েছে কয়েক হাজার সাধারণ ইউক্রেনীয়র। বহু নগর, বন্দর ধ্বংস করেছে রুশ বোমারু বিমান। এর মধ্যেই দুপক্ষের মধ্যে একাধিকবার আলোচনা চলেছে। জানা গিয়েছে শেষ আলোচনায় সমাধান সূত্র বেরিয়েছে। সেই সঙ্গে আবারও একবার ন্যাটোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, ঘটনাপ্রবাহে এটা পরিষ্কার যে ইউক্রেন আর ন্যাটোর সদ্যপদ নিচ্ছে না। সব মিলিয়ে এদিন ভারতীয় বিচারপতির রাশিয়ার বিরুদ্ধে ভোটদান একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল।
Comments are closed.