ইন্ডিয়ান পোস্ট অফিসে চাকরির সুযোগ। মজার বিষয়,চাকরির জন্য কোনও পরীক্ষা দিতে হবে না। মেধা তালিকার ভিত্তিতে হবে নিয়োগ। মাধ্যমিক,উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ১৬ ফেব্রুয়ারি অর্থাৎ আজই আবেদনের শেষ তারিখ। ঝটপট জেনে নিন বিস্তারিত।
নিয়োগের বিজ্ঞপ্তি আগেই প্রকাশ করা হয়েছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪০,৮৯৯টি ডাক সেবক পদে নিয়োগ করা হবে। গত জানুয়ারি মাস থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি। আবেদনের যোগ্যতা হিসেবে বলা হয়েছে, কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। প্রার্থীর বয়েস হতে হবে ১৮ থেকে ৪০-এর মধ্যে। মাধ্যমিক পর্যন্ত অঙ্ক এবং ইংরেজি বাধ্যতামূলকভাবে থাকতে হবে। এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলকভাবে স্থানীয় ভাষা পড়তে হবে প্রার্থীদের।
নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের বাধ্যতামূলক ভাবে ১০০ টাকা আবেদন ফি বাবদ দিতে হবে। তবে প্রার্থী যদি মহিলা, এসসি, বা ট্রান্সজেন্ডার হন, সেক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না।
Comments are closed.