এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুড়ে ফেলল ভারতীয় মহিলা ক্রিকেট টিম। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করল হরমনপ্রীত, মান্ধনারা।
শনিবার ডাম্বুলায় টস জিতে শুরুতে ব্যাট হাতে নেমে পরে শ্রীলঙ্কা। ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রান করে। জবাবে ১৯.১ ওভারে ৫ উইকেটে ১২৭ রান তুলে সিরিজ জয় করে ভারত। এদিন শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামারি আতাপাত্তু ৪৩ রান করেন। স্মৃতি মান্ধনা ৩৪ বলে ৩৯ রান করেন। হরমনপ্রীত ৩১ রানে নট আউট থাকেন। অন্যদিকে ভারতের অধিনায়ক হরমনপ্রীত ৩ ওভারে মাত্র ১২ রান দিয়ে ১টি উইকেট দখল করেন। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন রেনুকা সিংহ, রাধা যাদব ও পূজা বস্ত্রকার।
বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৪ রানে হারিয়েছিল ভারতীয় মহিলা দল। উল্লেখ্য, আগামী মাসে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে ইভেন্ট হিসেবে থাকছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। এই জয় ভারতীয় মহিলা দলের মনোবল বাড়াবে।
Comments are closed.