আয়ারল্যান্ডকে পরাজিত করলেই বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় মহিলা বাহিনী

সোমবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় পেলেই টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যাবে ভারতীয় ক্রিকেটের মহিলা বাহিনী। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজেদের সেরা পারফর্মমেন্স দিতে চাইছে হরমনপ্রীত কৌররা।

এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে পরাজিত হয়েছে ভারত। কিন্তু হেরে গেলেও মনোবল কমেনি হরমনপ্রীতদের। সেই ম্যাচে স্মৃতি মান্ধানা ও রিচা শর্মা ভালো পারফরমেন্স করলেও সেইভাবে রান তুলতে পারেনি ভারত।

সোমবারের ম্যাচে জয় পেতে মরিয়া ভারতীয় মহিলা বাহিনী। এই ম্যাচে উইকেট তোলার পাশাপাশি আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের আটকানোর জন্য প্রচুর পরিশ্রম করতে হবে দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কোয়াড়দের। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই পরাজিত হয়েছে আয়ারল্যান্ড। তাই আশা করা যাচ্ছে দুর্বল আয়ারল্যান্ডকে পরাজিত করে সেমি ফাইনালে সহজেই চলে যেতে পারবে ভারত।

ভারতীয় দলে রয়েছেন  শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, জেমিমাহ রড্রিগস, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, পুজা ভাস্ত্রকার, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, শিখা পান্ডে, রেণুকা সিংহ ঠাকুর।

 

Comments are closed.