সোনার ছেলের এবার জয় করলেন হীরে। প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগ ফাইনাল জিতলেন নীরজ চোপড়া। বৃহস্পতিবার রাতে ভারতীয়রা যখন ঘুমে মগ্ন, তখন সুইজারল্যান্ডের জুরিখে ডায়মন্ড লিগ ফাইনাল খেতাব জেতেন নীরজ চোপড়া। অলিম্পিক্সে সোনা এনে দিয়ে দেশকে গর্বিত করেছিলেন নীরজ। এবার ডায়মন্ড জিতে ফের দেশকে বিশ্বমঞ্চে গর্বিত করলেন পানিপথের নক্ষত্র।
এর আগেও ডায়মন্ড লিগে নীরজ চোপড়া দু’বার অংশ নিয়েছিলেন। ২০১৭ সালে ডায়মন্ড লিগে সপ্তম স্থান দখল করেছিলেন তিনি। ২০১৮ সালে ডায়মন্ড লিগে চতুর্থ স্থানে শেষ করেছিলেন তিনি। ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে সোনা জেতার পর এই বছর ডায়মন্ড লিগে হীরে জয় নীরজের। এই ফাইনাল জেতায় নীরজ একটি হীরের ট্রফি ও ৩০ হাজার মার্কিন ডলার পান।
এদিন শুরুতে ভালো পারফরমেন্স ছিল না নীরজের। জুরিখের লেটজিগ্রান্ড স্টেডিয়ামে নীরজ শুরুটা ফাউল দিয়ে করেছিলেন। কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় নীরজ তাঁর জ্যাভলিন পাঠান ৮৮.৪৪ মিটার দূরে। এই থ্রোই নীরজকে এনে দেয় স্বপ্নের খেতাব। এরপরের চারটি প্রয়াসে নীরজ তাঁর জ্যাভলিন যথাক্রমে ৮৮.০০ মিটার, ৮৬.১১ মিটার, ৮৭.০০ মিটার ও ৮৩.৬০ মিটার দূরত্বে ছোড়েন। ডায়মন্ড লিগ ফাইনালে অলিম্পিক্স রুপো জয়ী চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেজ ৮৬.৯৪ মিটার ছুড়ে দ্বিতীয় হয়েছেন ও জার্মানির জুলিয়ান ওয়েবার তৃতীয় হয়েছেন ৮৩.৭৩ মিটার ছুঁড়ে।
এর আগে কুঁচকির চোটের জন্য বার্মিংহ্যামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে খেলতে পারেননি নীরজ। মার্কিন মুলুকে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন। এর আগে অঞ্জু ববি জর্জের পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে দ্বিতীয় পদক এনে দিয়েছিলেন নীরজ।
Comments are closed.