সু’খবর চাকরিজীবীদের জন্য। গত অর্থবর্ষের তুলনায় প্রভেডেন্ট ফান্ডে সুদের হার বাড়ল ০.০৫%। পিএফ জমা টাকার ওপরে মিলবে এই হারে সুদ। গত মার্চ মাসে ঘোষণা করা হয়েছিল, পিএফের ওপর সুদের হার বাড়ানো হবে। সেই ঘোষণাতেই এবার সম্মতি দিল কেন্দ্র।
কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২-২৩ সালে ৮.১৫% হারে পিএফের ওপর সুদ দেওয়া হবে। যা গত আর্থিক বর্ষের তুলনায় কিছুটা বেশি। এর আগে পিএফ-এ সুদের হার ৮.৫% থাকলেও তা পরে কমিয়ে ৮.১% করা হয়। যার ফলে সুদের হার বাড়লেও ঘটতি মিটেছে না বলেই ক্ষোভ চাকরিজীবীদের। ১৯৭৭-৭৮ সালের পর ২০২১-২২ সালে পিএফ-এ সুদের হার ছিল সবথেকে কম। তা নিয়ে আগেই চাকরিজীবীরা ক্ষোভ জানিয়েছিল।
উল্লেখ্য, ২০১৮-১৯ সালে পিএফে সুদের হার ছিল ৮.৬৫%। পরে তা দফায় দফায় কমিয়ে কোভিড কালে এসে দাঁড়ায় ৮.১%-এ। তারপরে এদিন সেই সুদের হার কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র।
Comments are closed.