কুস্তি ফেডারেশনের সচিব ব্রিজভূষণের শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন ভিনেশ ফোগাট সহ ৭ কুস্তিগির। কিন্তু অভিযোগ করলেও দিল্লি পুলিশের তরফে দায়ের করা হয়নি এফআইআর বলে অভিযোগ ওঠে। অভিযোগকারীদের সমর্থনে মুখ খুললেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। শুক্রবার টুইট করে নীরজ চোপড়া লেখেন, আমাদের অ্যাথলেটিকদের যেভাবে বিচার চাইতে হচ্ছে, তা দেখে খুব কষ্ট হচ্ছে। আমাদের দেশকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন তাঁরা। দেশবাসী হিসেবে তাঁদের মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। ঘটনার নিরপেক্ষ তদন্ত চান তিনি।
— Neeraj Chopra (@Neeraj_chopra1) April 28, 2023
এরআগেও অভিযোগকারীদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সোনাজয়ী অভিনব বিন্দ্রা। বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকেও প্রতিবাদ জানাতে দেখা যায়। ক্রীড়া জগৎ ছাড়া বিভিন্ন মহল থেকে প্রতিবাদের সুর শোনা যায়।
দিল্লি পুলিশের তরফে এফআইআর দায়ের না করা হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অভিযোগকারীরা। শুক্রবার কুস্তিগির দের সমর্থনে সওয়াল করেন কপিল সিব্বল। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কুস্তিগিরদের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করতে রাজি হয়েছে দিল্লি পুলিশ। প্রধান বিচারপতি সকল অভিযোগকারী দের সঠিক নিরাপত্তা ব্যবস্থার কথা বলেন তিনি।এরআগে রবিবার থেকে যন্তর মন্তরে ধরনায় বসেছেন কুস্তিগিররা।
Comments are closed.