বুধবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, সেজে উঠেছে দিঘা, সোমবারই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন বুধবার। সোমবারই দিঘা পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘা পৌঁছে পুরীর জগন্নাথ সেবক ও ইস্কনের সাধুদের সঙ্গে নিয়ে মন্দির চত্বর ঘুরে দেখেন তিনি। মুখ্যমন্ত্রী সেই যজ্ঞবেদির চারপাশ ঘুরে দেখেন। মন্দিরের স্থাপত্যের প্রশংসা করেন তিনি।
মঙ্গলবার সকাল থেকে মন্দিরে শুরু হয়েছে পুজোপাঠ। মঙ্গলবারই দিঘায় পৌঁছে গিয়েছে আমন্ত্রিত বহু অতিথি। নিজে দিঘায় বসে সমস্ত প্রস্তুতির তদারকি করছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, দিঘা শুধু আর পর্যটন কেন্দ্র নয়, দেশের মানচিত্রে এক নতুন তীর্থস্থান হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বারে তিনটি অংশ রয়েছে। প্রত্যেকটির মাথা পিরামিডের মতো। মাঝের প্রবেশদ্বারের উচ্চতা ১০ মিটার। বাকি দু’টির উচ্চতা সাড়ে আট মিটার। মন্দিরের মোট ন’টি অংশ।
মূল মন্দিরের চূড়ায় উঠতে গেলে তিনটি স্তরে মোট ২৩৬টি সিঁড়ির ধাপ পেরতে হবে। প্রথম স্তরে রয়েছে ১০২টি সিঁড়ি। দ্বিতীয়তে ৬৫টি এবং তৃতীয় স্তরে রয়েছে আরও ৬৯টি সিঁড়ির ধাপ

Comments are closed.