চাহিদা বাড়ছে জেআইএসের রুরাল ম্যানেজমেন্ট কোর্সের

রুরাল ম্যানেজমেন্ট সংক্রান্ত নতুন পাঠ্যক্রম চালু করতে চলেছে জেআইএস গ্রুপ। এটি স্নাতক স্তরে পড়ানো হবে বলে জানা গিয়েছে জেআইএস সুত্রে। ইতিমধ্যে এই কোর্স নিয়ে পড়ুয়াদের মধ্যে যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে। ছাত্রছাত্রীরা জানতে চাইছেন এই পাঠ্যক্রমে কী কী বিষয় পড়ানো হবে, সেই সংক্রান্ত তথ্য।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিনিধি অধ্যাপক দিলীপ কুমার চক্রবর্তী জানান, সিলেবাসের ৬০-৭০ শতাংশ হবে ব্যবহারিক প্রয়োগভিত্তিক। এর মধ্যে থাকছে রুরাল সোসাইটি ও পলিসি, পরিবেশ বিদ্যা, বিজনেস অ্যানালিটিক্স, ভিলেজ সার্ভে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ও রুরাল মার্কেটিং প্রভৃতি বিষয়।

এই কোর্সটির মাধ্যমে গ্রামীণ স্তরে ম্যানেজার হিসেবে কাজ করার পদ্ধতি ও সেই বিষয়ে ছাত্রছাত্রীদের যথাযথ জ্ঞান প্রদান করা হবে, যাতে তাঁরা গ্রামীণ অঞ্চলে নিজ নিজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হতে পারেন।
এছাড়াও, রয়েছে ইন্টার্নশিপের ব্যবস্থা। যার মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীরা হাতেকলমে কাজ শিখে এই কাজের জন্য নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে পারবেন। রয়েছে টেকনিক্যাল সেমিনার ও প্রজেক্টের উপর কাজ করার ব্যবস্থাও।

 

Comments are closed.